প্রতিষ্ঠার লক্ষ্য
প্রতিষ্ঠার লক্ষ্য
আননাজাত আইডিয়াল মাদরাসা একটি সুদূরপ্রসারী উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হলো,মহান আল্লাহ ও তাঁর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আকীদা অনুসারে আমলে-আখলাকে,লেবাসে-পোষাকে একদল যোগ্য,আদর্শ ও দেশপ্রেমিক আলেমে দীন তৈরী করাই এ মাদরাসার উদ্দেশ্য ও লক্ষ্য।
জমিদাতা
মাদরাসার জমি দাতাদের নাম
আমরা তাঁদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি-
“চিরদিন তাঁরা রইবে অমর সুমহান দানবীর
এ জাতি জানাবে লক্ষ সালাম নোয়াইয়া লাখো শির,
এদেশ মাটির কোটি বালুকায় জানায় মাগফেরাত
সেবায় তাঁদের দূরীভূত হোক এ জাতির মুলমাত।”
ক্র. নং | জমি দাতাদের নাম | ঠিকানা | জমির পরিমাণ |
---|