ভর্তির শর্তাবলী
ভর্তির শর্তাবলী
০১. মাদরাসার সকল নিয়মকানুনের প্রতি আন্তরিক হতে হবে।
০২. নির্ধারিত তারিখের পর অবশ্যই বিলম্ব ফি সহ মাসিক বেতন পরিশোধ করতে হবে।
০৩. যে সকল নিয়ম ভঙ্গের জন্য পরবর্তী বছর ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেঃ-
- অনিয়োমিত বেতন পরিশোধকারী
- অনিয়োমিত ক্লাসে উপস্থিতি
- অনিয়োমিত পরীক্ষায় অংশগ্রহণকারী
- মাদরাসার নিয়োমকানুন ভাঙ্গকারী
০৪. নির্ধারিত ইউনিফর্ম ব্যতিত কোন ছাত্র/ছাত্রী ক্লাসে আসতে পারবে না।
- অভিভাবক সম্মেলনগুলোতে অন্তত একজন অভিভাবক অথবা তার প্রতিনিধিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
- নির্ধারিত তারিখের আগে বা পরে পরীক্ষায় অংশগ্রহণ করার কোন সুযোগ নেই।
- কোন অভিভাক ক্লাসের সময় ক্লাসের ভিতরে প্রবেশ করতে পারবে না।
- ক্লাস শুরু হওয়ার ৫ মিনিট পূর্বে মাদরাসা গেইটে সন্তানকে ছেড়ে দিতে হবে।
- আগে ব্যাগ রেখে জায়গা রাখা যাবে না।
- সন্তান কান্না করলে সন্তানকে নিয়ে বাহিরে অপেক্ষা করতে হবে।
- যে কোন অভিযোগ মাদরাসা অফিস কক্ষে জানাতে হবে।
০৫. নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না।
- বিশেষ করে চতুর্থ শ্রেণিতে অকৃতকার্য কোন ছাত্র-ছাত্রীকে ৫ম শ্রেণিতে ভর্তি করা হবে না।
- ৫ম শ্রেণির জন্য অক্টোবরের মধ্যেই ডিসেম্বর পর্যন্ত বেতন পরিশোধ করা বাধ্যতামূলক।
০৬. যে কোন দূর্যোগ, মহামারি অথবা সরকারী ঘোষণায় দীর্ঘদিন মাদরাসা বন্ধ থাকলে